How to Use Final Kyeword in Java || জাভায় final কিওয়ার্ড ব্যবহার

 জাভায় final কিওয়ার্ড ব্যবহারঃ


জাভায় final কিওয়ার্ডটি বিভিন্ন contexts এ ব্যবহার করা হয়। জাভায় final কিওয়ার্ড ব্যবহারে সীমাবদ্ধ করে দেয় একজন ব্যবহারকারিকে । final হতে পারে।
১. Variable
২. Method
৩. Class
১. final Variable:  একটি final variable একবারই assign করা হয়। যদি final variable টি একবার রেফারেন্স করে দেওয়া হয় তাহলে অন্য কোন object দিয়ে পুনরায় ঐ variable কে re-bound হতে পারে না।
উদাহরণ দেখা যাকঃ-



বিঃদ্রঃ c++ const variable এবং জাভা final variable এর মধ্যে পার্থক্য আছে। সি ++  const variable  যখন ডিক্লার করা হয় তখনই assign করে দিতে হয়। কিন্তু জাভার ক্ষেত্রে final variable assign প্রথমে না করলে হবে এটার প্রয়োজন নাই। তবে পরবর্তীতে assign করা যায়। অব্যশই একবার assign করতে হবে।
নিচের উদাহরণটি লক্ষ্য করা যাকঃ-


Final Mehod: একটি final method কে subclass দ্বারা overridden করতে পারা যায় না।
আমারা যদি subclass দ্বারা final method কে  overridden করতে যায় সেক্ষেত্রে ভুল গুলো নিচের প্রোগ্রামে লক্ষ্য করি।


Final class: final class কে সম্প্রাসারিত  (inherited) করতে পারা যায় না।
নিচের প্রোগ্রামটি লক্ষ্য করিঃ-


লেখার মধ্যে কিছু ভুল হলে আমাকে comment করেন জানাবেন। এছাড়া উপরের আলোচিত টপিক্স আর উপর আরও তথ্য আমাকে শেয়ার করতে পারেন।
ভাল থাকুন অন্য কোন topics নিয়ে অন্য কোন সময় আলোচনা করা হবে।

super-keyword-use-in-java