Monday, December 18, 2017

How to use day month year in android and java ক্যালেন্ডার ব্যবহার করে দিন বের করার জন্য জাভা প্রোগ্রাম-

দিন মাস বছর ঘন্টা মিনিট সেকেন্ড বের করতে হয় কিভাবে সেটা দেখবো

আজ আমি দেখাবো কিভাবে দিন বের করা যায়। আমি আমার একটি অ্যাাপ নিয়ে কাজ করার সময় দেখলাম মোবাইলে আজকের দিন বের করতে হচ্ছে তা নিয়ে কাজ করতে হবে। ইউজার কে বলতে হবে আজ আপনার কি কি কাজ আছে।
চলুন কথা না বলে শুরু করা যাক----



SimpleDateFormat dateFormat = new SimpleDateFormat("yyyy-MM-dd");
date = new Date();
Calendar calendar = Calendar.getInstance();
calendar.setTime(date);
int dayOfWeek = calendar.get(Calendar.DAY_OF_WEEK);


switch(dayOfWeek)
{
    case Calendar.SUNDAY:
        pos =1;
        break;
    case Calendar.MONDAY:
        pos =2;
        break;
    case Calendar.TUESDAY:
        pos =3;
        break;
    case Calendar.WEDNESDAY:
        pos =4;
        break;
    case Calendar.THURSDAY:
        pos =5;
        break;
    case Calendar.FRIDAY:
        pos =6;
        break;
    case Calendar.SATURDAY:
        pos =0;
        break;
}

এখানে switch case ব্যবহার করা হয়ছে। 
যা আমাদের দিন বের  DAY_OF_WEEK পূর্ণসংখ্যা রিটার্ণ করে। 

আপনি আপনার মত করে ব্যবহার করে পারবেন। আমার প্রজেক্ট থেকে এই আংশ টুকু এখানে রেখে দিলাম আপনার জন্য সাথে পরবর্তিতে আমিও ব্যবহার করতে পারবো 

ভাল থাকুন--